★ শীতবস্ত্র বিতরণ ১৫/১২/২০২৩ ।। স্থান শ্রীখোলা মোড়।। ★ যাকাতের বস্ত্র বিতরণ ১২ /১২/২০২৩ ।। স্থান চর ঘাটিনা মাট

প্রবল সম্ভাবনা থাকা সত্ত্বেও এক সময়ের অবহেলিত ও অনগ্রসর জনপথ হিসেবে পরিচিতি ছিল বাংলার দক্ষিণ-পশ্চিমাঞ্চল। এই অনগ্রসরাতর পিছনে বিভিন্ন কারণের মধ্যে প্রধান কারণ ছিল উচ্চ শিক্ষার শূণ্যতা। বৃহৎ এই এলাকা  জুড়ে কোন উচ্চ শিক্ষার সুযোগ ছিল না। আর তখনই এই এলাকার তরুন-তরুনীদের জীবন-জীবিকার সংগ্রামরে পাশাপাশি উচ্চ শিক্ষা গ্রহনের সুপ্ত বাসনাকে বাস্তবায়নের প্রায়াসে কতিপয় বিশিষ্ট শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৬৯ খ্রিঃ প্রতিষ্ঠিত হয় দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী আজকের এই  কলেজ।