মোঃ আলামিন
চেয়ারম্যান
+880 1923692164
অসহায় ও গরিব দু:খির পাশে দারানোর মতো একটি প্রতিষ্ঠান। যার নাম, উল্লাপাড়া স্বাস্থ্য সেবা । এটা একটি ব্যতিক্রমিকধর্মী প্রতিষ্ঠান। আমরা কিছু সংখক মানুষ বিষয়টি পর্যবেক্ষণ করে এটাই বুঝতে পারলাম, বর্তমানে চিকিৎসা সেবার নামে মানুষের কাছথেকে এতো বেশি মুনাফা আদায় করে নিচ্ছে যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে। তাই অত্র বিষয়টি আমরা মাথায় রেখে গরিব ও অসহায় মানুষের পাশে দারিয়ে সল্প খরচের মধ্যে উন্নমানের চিকিৎসা নিশ্চিত করণ, সমাজ সেবামুলক কাজ করতে এই সমাজেরই কিছু ভূরিভোজ মানুষ অসহায়, গরিব, দুখি, মানুষের কাছ হতে চিকিৎসা ও পরিক্ষার নামে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তাদের উদ্দেশ্যে বলছি আসুন আমরা সবাই মিলে ঐ সকল অসহায় মানুষের পাশে দারিয়ে তাদেরকে একটু সহযোগিতা করি ।